এমসি কলেজে যুব রেড ক্রিসেন্ট দল-এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২৩, ২০২২
১১:২৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৩, ২০২২
১১:২৮ অপরাহ্ন



এমসি কলেজে যুব রেড ক্রিসেন্ট দল-এর আত্মপ্রকাশ

যুব রেড ক্রিসেন্ট দল-এর কক্ষ উদ্বোধনকালে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদসহ অতিথিবৃন্দ।

সিলেটের মুরারিচাঁদ কলেজে যুব রেড ক্রিসেন্ট দল নামের একটি সামাজিক সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) কলেজ ক্যাম্পাসে ফিতা কেটে সংগঠনটির কক্ষ উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, শিক্ষক পরিষদ সম্পাদক তৌফিক এজদানি চৌধুরী, যুব রেড ক্রিসেন্ট দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জেবিন আক্তার প্রমূখ।

উদ্বোধনকালে অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ বলেন, যুব রেড ক্রিসেন্টের নামে আমাদের কলেজে ফান্ড থাকলেও রেড ক্রিসেন্ট ইউনিটের অস্তিত্ব ছিলো না। নানা সময়ে বিভিন্ন সংগঠন রক্তদান কর্মসূচি আয়োজন করলে আমরা যুব রেড ক্রিসেন্টের ফান্ড থেকে অর্থ দিতাম। তবে এবার সাংগঠনিক রুপ পেয়েছে রেড ক্রিসেন্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুল আলম সায়েম, রাজিব হোসাইন, হাবিব আহমেদ, নুরুল আমিন আকাশ, জয়ন্ত তালুকদার, সোহেল আহমেদ, স্বপন মিয়া, আনিসুর রহমান, রেহেনা সুলতানা শিমু, সোহেল দাস, ফারহানা লিমাসহ আরও অনেকেই।

এর আগে কলেজের প্রত্যেক বিভাগ থেকে সদস্য সংগ্রহ করে ৫৩ সদস্যবিশিষ্ট একটি দল গঠন করা হয়। এতে রেজাউল করিম রাব্বিকে লিডার, ডালিম আহমেদকে ডেপুটি লিডার (১) ও রিংকু মালাকারকে ডেপুটি-লিডার (২) করে মোট সদস্যদের ৫ দলে ভাগ করা হয়।

প্রসঙ্গত, গেলো বন্যায় সিলেট বিভাগের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় যুব রেড ক্রিসেন্টের অর্থায়নে চার ধাপে প্রায় ৬৫০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।

আরএম-০১