ফেঞ্চুগঞ্জে বিভিন্ন উন্নয়ন কাজের পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক মো মজিবুর রহমান

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২৩, ২০২২
০৩:৪০ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৩, ২০২২
০৩:৪০ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে বিভিন্ন উন্নয়ন কাজের পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক মো মজিবুর রহমান

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, সাম্প্রতিক দীর্ঘমেয়াদী বন্যাকালে সরকারের ত্রাণ-তৎপরতা, খাদ্য ও নগদ অর্থ সহায়তা সন্তোষজনক ছিল। এখন বন্যা-পরবর্তী পুনর্বাসন কাজে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্যাদুর্গত মানুষের পাশে সরকারি-বেসরকারি পর্যায়ের ব্যাপক অংশগ্রহণ প্রশংসার্য্য। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা অপরিহার্য। 

আজ সোমবার ( ২২শে আগস্ট) দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান পরিদর্শন শেষে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা,  জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  সীমা শারমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  নূরুল ইসলাম,  ভাইস চেয়ারম্যান  জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান  মোহিনী বেগম, অতিরিক্ত কমিশনার (ভূমি)   মেরিনা দেবনাথ,ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল এবং ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ।

উপজেলা তথ্য কর্মকর্তা রুবিনা আক্তারের উপস্থাপনায় বক্তব্য অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাসিম আলী সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, উপজেলা পিআইও বাঁধন সরকার, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, সাংবাদিক  মামুনুর রশীদ প্রমুখ। 

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ফেঞ্চুগঞ্জের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের বঙ্গবন্ধু কর্নারের জন্য বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান করা হয়।


এএফ/১৩