সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৩, ২০২২
০১:৪৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৩, ২০২২
০১:৪৮ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মরণে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা-২০২২’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় সিলেট ইন্টারন্যাশনাল ইউভার্সিটির সেন্ট্রাল অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মাহমুদুল হাসান খান।
বিশেষ অতিথি ছিলেন ডিবেটিং ক্লাবের উপদেষ্টা আইন বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হুমায়ুন কবিব, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সৈয়দ জয়নাল আবেদীন আহমেদ।
উপস্থিত সবাই জাতির জনক বঙ্গবন্ধুর স্মরণে এমন আয়োজন দেখে ডিবেটিং ক্লাবের দায়িত্ব প্রাপ্ত সবাইকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ ধরণের আয়োজন করার আহ্বান করেন।
বঙ্গবন্ধুর স্মরণে ‘বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা-২০২২’ এর প্রধান বিচারক ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি সুমন আহমেদ। বিচারকদের প্যানেলে ছিলেন ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক কে.আর চৌধুরী ইমন ও ডিবেটিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস মীম।
বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী রিমি আক্তার, দ্বিতীয় স্থান অর্জন করেন নৌসাদ মিয়া, তৃতীয় স্থান অর্জন করেন শাহাদাত হোসেন, চতুর্থ স্থান অর্জন করেন রাকিব চৌধুরী, পঞ্চম স্থান অর্জন করেন হামজা, ষষ্ঠ স্থান অর্জন করেন হালিমা আক্তার, সপ্তম স্থান অর্জন করেন মাহমুদুর রহমান, অষ্টম স্থান অর্জন করেন মুহিত তালুকদার, নবম স্থান অর্জন করেন সাজেদা রিয়া এবং দশম স্থান অর্জন করেন ফাহিমা জাহান সেতু।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি সুমন আহমেদ, সাধারণ সম্পাদক কে. আর চৌধুরী ইমন ও যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস মীম, সকল বিজয়ীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং যারা বিজয়ী হতে পারেন নি, তাদের আগামীর জন্যও শুভকামনা জানান।
কেএ-০১/এএফ-০৮