গোলাপগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২২
১২:০৭ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৩, ২০২২
০১:৩৭ পূর্বাহ্ন
ছইফ উদ্দিন বাদশা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির অভিযোগে ছইফ উদ্দিন বাদশা (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাদশা উপজেলার বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রামের মৃত তেরাব আলীর ছেলে এবং যুবদল কর্মী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম শ্রাবণ। তিনি বলেন, ‘তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ’
এএফ/03