বাংলাদেশ থেকে আরও কর্মী নেবে কাতার

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২২, ২০২২
০৩:২৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৩, ২০২২
১২:৫৩ পূর্বাহ্ন



বাংলাদেশ থেকে আরও কর্মী নেবে কাতার

ফাইল ছবি

নার্সিং, হসপিটালিটি, কনস্ট্রাকশন, সার্ভিস ও আইটি খাতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে যাচ্ছে কাতার।

কাতারের শ্রমমন্ত্রী ডঃ আলী বিন সাঈদ বিন আল সামিক আল মারি রবিবার (২২ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সাথে বৈঠকে এ কথা বলেন।

বৈঠকে মারি কাতারে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অর্থনীতির উন্নয়নে তাদের ভূমিকার প্রশংসা করেন। 

তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকরা অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল।

কাতারের শ্রম আইন সংশোধন হওয়ায় ভবিষ্যতে বিদেশি কর্মীরা গৃহকর্মীদের মতো সব সুবিধা পাওয়ার যোগ্য হবেন বলেও জানান তিনি।

নিয়োগকর্তারা শ্রম অধিকার লঙ্ঘন করলে কাতার সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

তিনি কাতারের ক্রমবর্ধমান শ্রমবাজারের উপযোগী বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর ওপর জোর দেন।

এ ছাড়া কাতারে কর্মরত শ্রমিকদের জন্য একটি কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। কোনো নিয়োগকর্তা বকেয়া পরিশোধ করতে না পারলে এই তহবিল থেকে অর্থ প্রদান করা হয়, ম্যারি বলেন।

কাতারে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকরা কাতারের আইন মেনে চলার ওপরও জোর দেন তিনি।

কাতারের শ্রম মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি হাসান আল ওবায়দলী, কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহিদুল আলম এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মল্লিক আনোয়ার হোসেন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন।

আরএম-০৩