বোরকা পরে চুরিতে গিয়ে গণধোলাইয়ের শিকার যুবক

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২২, ২০২২
০৪:৫৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২২, ২০২২
০৪:৫৩ পূর্বাহ্ন



বোরকা পরে চুরিতে গিয়ে গণধোলাইয়ের শিকার যুবক

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় বোরকা পরে চুরি করতে গিয়ে ধরা পরেছেন নাছির আহমদ (৩৬) নামের এক যুবক। স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ওসমানীতে চিকিৎসার জন্য নিয়ে যায়।

নাসির জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নানের ছেলে।

রবিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে নগরীর উপশহরের জে ব্লকের ১৬ নং বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ছয়টার দিকে নগরের উপশহর আবাসিক এলাকার জে ব্লকের ১৬ নং বাসায় বোরকা পরে এক যুবক চুরির চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। বর্তমানে তিনি সেখানই চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

এএফ/০২