সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২১, ২০২২
০২:১৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২১, ২০২২
০২:১৯ পূর্বাহ্ন
দলের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘গণতন্ত্র ও দেশের মানুষকে নিরাপদ রাখতে বিএনপিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত হতে হবে।
আজ শনিবার (২০ আগস্ট) সিলেটের খাদিমপাড়ায় বিএনপি তৃণমূল নেতকমীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
স্থানীয় সূচনা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করে খাদিমপাড়া ইউনিয়ন তৃণমূল নেতৃবৃন্দ।
আনোয়ার হোসেন আনু মেম্বারের সভাপতিত্বে এবং সদর বিএনপির সহ সভাপতি মো. জসীম উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সদর বিএনপির সহ সভাপতি আফম কামাল, সদর বিএনপির সহসভাপতি বাদশা আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, হকারস দলের সভাপতি নুর ইসলাম এছাড়াও এনাম মেম্বার সহ এলাকার তূন মূলের নেতৃবৃন্দ।
এএফ/০৮