জৈন্তাপুরে চা-শ্রমিকদের মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি


আগস্ট ২০, ২০২২
০৯:২৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২২
০৫:৫৩ পূর্বাহ্ন



জৈন্তাপুরে চা-শ্রমিকদের মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার সর্ববৃহত লালখাল চা-বাগানের শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করে।

আজ শনিবার (২০ আগস্ট) দুপর দুইটায় প্রায় লালাখাল, বাগছড়া, আফিফানগর ও গঙ্গারজুম চা বাগান হতে ৮ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বিক্ষোভ মিছিল করে জৈন্তাপুর উপজেলা সদর প্রদক্ষি করে কয়েক শতাধিক চা-শ্রমিকরা। পরে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মডেল থানার সম্মুখে বিশাল মানববন্ধন পালন করেন শ্রমিকরা। 

মানববন্ধন কর্মসূচীতে লালাখাল চা-বাগানের শ্রমিকদের পাঞ্চায়েত কমিটির সভাপতি অরুন ব্যানাজীর সভাপতিত্বে ও লালাখাল চা বাগানের শ্রমিকদের সভাপতি নগেন্দ্র গোয়ালার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে মানব বন্ধনে বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। আরও বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য মাসুদ আহমদ, আফিফা নগর চা-বাগানের শ্রমিকদের সভাপতি শিপন পাত্র, গঙ্গারজুম চা-বাগানের শ্রমিকদের সভাপতি নিরঞ্জন ব্যানার্জী, বাঘছড়া চা-বাগানের শ্রমিকদের সভাপতি লগেন গোয়ালা, জৈন্তাপুর উপজেলা রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ। 

মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্ধরা বলেন, অবিলম্বে চা-শ্রমিকদের ন্যায্য দাবি মালিকপক্ষরা মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যতায় এ সকল শ্রমিকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচী পালন করে যাবেন। 

তাদের এই যৌক্তিক দাবির প্রতি একমত পোষণ করে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সগঠনের নেতৃবৃন্দরা হুসীয়ারী দিয়ে বলেন, শ্রমিকদের দাবী না মানা পর্যন্ত শ্রমিকদের সকল প্রকার আন্দোলন সংগ্রামে একাত্বতা পোষণ করবেন দাবী না মানা পর্যন্ত শ্রমিকদের সাথে আন্দোলনে থাকবেন।


আরকেএস-০১/এএফ-০৫