অষ্টম দিনের মতো চলছে চা শ্রমিকদের কর্মবিরতি

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২০, ২০২২
০৪:৫৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২২
০৮:০৭ অপরাহ্ন



অষ্টম দিনের মতো চলছে চা শ্রমিকদের কর্মবিরতি

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ অষ্টম দিনের মতো চলছে। শনিবার (২০ আগস্ট) সকালে চা বাগানে দেখা যায়, কয়েকশ শ্রমিক বাগানের সড়কে বসে স্লোগান দিচ্ছেন। বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করতেও দেখা গেছে তাদের। 

শ্রমিকরা বলেন, মালিকপক্ষ আমাদের ১৪০ টাকা দিতে চায়। আমরা সেটা নেব না। দরকার হলে আমরা না খেয়ে থাকব। যত দিন আমাদের দাবি পূরণ না হয়, তত দিন আমরা চা বাগানের কাজে যোগ দেব না।

এদিকে, আজ শনিবার বিকেলে  শ্রীমঙ্গলে শ্রমিক নেতাদের সাথে শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের ফের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বিকেল এবিষয়ে শ্রমিক নেতাদের সাথে বৈঠক করবে প্রশাসন।

আরএম-০১