বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল তাঁর দর্শনকে হত্যার জন্য

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২০, ২০২২
১২:১০ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২২
১২:১৮ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল তাঁর দর্শনকে হত্যার জন্য
- সিলেটে সম্প্রীতি বাংলাদেশের অনুষ্ঠানে বক্তারা

সিলেটে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘ইতিহাসে অনেক রাজনৈতিক হত্যাকান্ড হয়েছে, ব্যক্তিগত আক্রোশেও হত্যা হয়েছে। কিন্ত এমন নৃশংস হত্যাকান্ড ইতিহাসে দেখা যায় না।’ বক্তারা আরও বলেন,  ‘বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল তাঁর দর্শনকে হত্যা করার জন্য।’

আজ শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘ আগস্ট: শোকের মাস, ষড়যন্ত্রের মাস’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। 

সম্প্রতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন সিলেট মহানগর আওযামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়াম লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সম্প্রতি বাংলাদেশের সদস্যসচিব অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল। 


অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পচাত্তরের পনের আগস্টের পর থেকে আমরা দেখেছি বঙ্গবন্ধু বিরোধী যে রাজনৈতিক প্রক্রিয়া, যে পথ চলা শুরু হলো সেখানে বারবার বলা হয়েছে কতিপয় ঘাতক, কতিপয় দুস্কুতিকারীরা বঙ্গবন্ধুকে সাধারণ মানুষের মত হত্যা করেছিল ব্যক্তি স্বার্থে। কিন্তু এটি কোনো ব্যাক্তি স্বার্থের হত্যাযজ্ঞ নয়, এটি কোনো সাধারণ লোককে হত্যা নয়। বিশ্বের শোষিত মানুষের নেতাকে হত্যার মধ্যে দিয়ে সমাজতান্ত্রিক এবং শোষিত সমাজের সমস্ত দৃষ্টিভঙ্গিকে নষ্ট করা হয়েছে।’ 

এমন নৃশংস হত্যা পৃথিবীর ইতিহাসে নেই মন্তব্য করে বক্তারা বলেন, ‘পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির আছে কিনা আমাদের জানা নেই। রাজনৈতিক হত্যা হয়-হয়েছে, ইতিহাসে আছে। ব্যক্তিগত আক্রোশেও হত্যা হয়, ইতিহাসে আছে। কিন্তু একেবারে নির্বংশ করার মতো এমন নারকীয় হত্যাযজ্ঞ আমরা ইতিহাসে দেখিনি। যেখানে দশ বছরের শিশু, গর্ভবতী নারী কাউকে রেহাই দেওয়া হয়নি।’ 

এএফ/০৪