নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২২
০৪:৪৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৮, ২০২২
০৪:৪৬ অপরাহ্ন
দৈনিক ৩০০ টাকার মজুরির দাবিতে লাগাতার আন্দোলন করছেন চা শ্রমিকরা। এতে করে সারাদেশের চা বাগানগুলো অচল হয়ে পড়েছে। এ অবস্থায় গতকাল বুধবার (১৭ আগস্ট) ঢাকার শ্রম ভবনে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তাতেও কোনো সমাধান আসেনি৷
সভাসূত্রে জানা গেছে, বুধবার বিকেলের দিকে ঢাকার শ্রম ভবনে শ্রম অধিদপ্তর, বাগান মালিক ও শ্রমিকদের প্রতিনিধিরা সভায় বসেন। এ সময় শ্রমিকরা তাদের দাবি দাওয়া তুলে ধরেন। সভায় মালিকরা চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৪০ টাকা করার প্রস্তাব দেন৷ কিন্তু তাতে সাড়ে দেননি চা শ্রমিক নেতৃবৃন্দ। তারা এ প্রস্তাবকে প্রত্যাখান করেন লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এর আগে গত মঙ্গলবার শ্রীমঙ্গলে শ্রম অধিদপ্তর ও চা শ্রমিক নেতৃবৃন্দের সভায় সমাধান না আসায় বুধবার ঢাকায় এ সভা হয়।
এ সব বিষয় নিশ্চিত করে চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা সিলেট মিররকে বলেন, 'মালিক পক্ষ ১৪০ টাকা মজুরির প্রস্তাব দিলে আমরা তা প্রত্যাখান করি৷ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।'
তারা সড়ক অবরোধ কর্মসূচি নিবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, 'আমাদের পূর্ণদিবস কর্মসূচি চলমান থাকবে। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করলে তাদের তো আটকানো যাবে না।'
এনএইচ-০১/এএফ-০১