আজ থেকে শুরু জন্মাষ্টমী উৎসব

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৮, ২০২২
০৩:৩৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২২
০৩:৩৭ অপরাহ্ন



আজ থেকে শুরু জন্মাষ্টমী উৎসব

আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসব। এ উপলক্ষে দুইদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট।

পরিষদের আহবায়ক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য ও সদস্য সচিব জগদীশ চন্দ্র দাস এক বিবৃতিতে জানান, দুইদিন ব্যাপী কর্মসূচিতে রয়েছে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৮ টায় সমবেত উপাসনা, সকাল ১০ টায় সমবেত গীতা পাঠ, দুপুর ২ টায় শিশু কিশোদের গীতা পাঠ প্রতিযোগিতা, বিকাল ৪ টায় শিশু কিশোদের একক চিত্রাংকন প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৫ শিশু কিশোদের একক কীর্তন প্রতিযোগিতা ও রাত ৮ টায় লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের সমবেত উপাসনা।

উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (১৯ আগস্ট) শুরু হবে বর্ণাঢ্য নগর পরিক্রমায়। সকাল ৯ টায় পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি সহ সুসজ্জিত হয়ে মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ী মাঠে জমায়েত হয়ে মির্জাজাঙ্গাল প্রধান সড়ক হয়ে নগর পরিক্রমা জিন্দাবাজার, রামকৃষ্ণ মিশন পয়েন্ট হয়ে বন্দরবাজার, তালতলা হয়ে পুনরায় মনিপুরী রাজবাড়ী এসে শেষ হবে।সকাল ১১টায় ধর্মসভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও গুণীজন সন্মাননা অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ। রাত সাড়ে ৮ সিলেটের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় ও পরিচালনায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১২ টা ১ মিনিটে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অনুষ্ঠিত হবে।

আরএম-০৪