সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৬, ২০২২
০৩:০২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২২
০৩:০২ পূর্বাহ্ন
জাতীয় শোক দিবসে পাকিস্তানি মালিকানাধীন হাবিব ব্যাংক লিমিটেড সিলেট শাখা কর্তৃক জাতীয় পতাকা অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা নেতৃবৃন্দ।
আজ সোমবার (১৫ আগস্ট) জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
তারা বলেন, ‘জাতীয় শোক দিবসে পাকিস্তানি মালিকানাধীন হাবিব ব্যাংক লিমিটেড সিলেট শাখা কর্তৃক জাতীয় পতাকা অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি করেন, ‘জাতীয় শোক দিবসে এহেন জঘন্য অপরাধ উদ্দেশ্য প্রণোদিত, তাই অবিলম্বে হাবিব ব্যাংক লিমিটেডের শুধুমাত্র সিলেট শাখা নয় পুরো ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীদের তদন্তের আওতায় এনে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ইউক।
এএফ/১১