সিলেটে হাবিব ব্যাংকের ঝাঁড়ুর লাঠিতে জাতীয় পতাকা, তোলপাড়

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৬, ২০২২
০১:১৪ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২২
০১:১৫ পূর্বাহ্ন



সিলেটে হাবিব ব্যাংকের ঝাঁড়ুর লাঠিতে জাতীয় পতাকা, তোলপাড়

জাতীয় শোক দিবসে ঝাঁড়ুর লাঠিতে করে জাতীয় পতাকা উত্তোলন করেছে হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) সিলেট শাখা। পাশাপাশি শোক দিবসে পতাকা অর্ধনমিত রাখার নিয়ম থাকলেও তা মানা হয়নি। 

আজ সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে তাদের এমন কর্মকাণ্ডে নগর জুড়ে সমালোচনার ঝড় বইছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাংক কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলা হয়েছে।

আজ দুপুরে সিলেট নগরের পূর্ব জিন্দাবাজর এলাকায় হাবিব ব্যাংকের সামনে ঝাঁড়ুর মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকা বেঁধে রাখা অবস্থায় দেখা যায়। ব্যাংকের নিরাপত্তারক্ষীরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়েছে। 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিলেটজুড়ে নিন্দার ঝড় বইতে শুরু করলে ব্যাংক কর্তৃপক্ষ সেটি সরিয়ে নিয়ম মেনে পতাকা উত্তোলন করেন। পাকিস্তানের মালিকানাধীন ব্যাংকের এমন কাণ্ড ইচ্ছাকৃত কিনা তা খতিয়ে দেখারও দাবি জানান অনেকে।

এদিকে জাতীয় পতাকা অবমাননার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা। বিকেল সাড়ে তিনটার দিকে গোয়েন্দা সংস্থার একদল সদস্য হাবিব ব্যাংক পরিদর্শনে যান এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন। এরপর কোতোয়ারিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে। পরে সেখানে জেলা প্রশাসনের একটি দল পরিদর্শনে যায়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা, তথ্য ও অভিযোগ শাখা, তথ্য প্রদানকারী কর্মকর্তা, এনজিও শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে আসা দলও ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পতাকা উত্তোলকারী নিরাপত্তকর্মী ও ব্যাংকের শাখা ব্যবস্থাপককে মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়ে যান।

হাবিব ব্যাংক সিলেট শাখার ক্যাশ ইনচার্জ বিদ্যুৎ কুমার দে বলেন, ‘একটা বড় ধরণের ভুল হয়ে গেছে। এখানে যে গার্ড উনি মুরব্বি, না বুঝে কাজটি করে ফেলেছে। তার সেন্সে যদি দিতো তাহলে সে এ কাজ করত না।’ পতাকা উত্তোলনের ক্ষেত্রে ভুলের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বিষয়টি সংশোধন করে নিয়ম মেনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় বলে তিনি জানান।

এএফ/০৭