নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২২
১০:৪৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২২
০৫:৪৫ পূর্বাহ্ন
জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। সোমবার সকালে সিলেট প্রেসক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকরামুল কবির, সহ-সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক সহ-সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ও আব্দুর রাজ্জাক, ক্লাব সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, খালেদ আহমদ, নৌসাদ আহমেদ চৌধুরী, এটিএম তুরাব, আবুল কামাল কাওছার প্রমুখ।
এএন/০১