বিমানে পাখির আঘাত, সিলেট থেকে পাঁচ ঘণ্টা বিলম্বে ছাড়ল যুক্তরাজ্যের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৫, ২০২২
০১:১৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২২
০১:২১ পূর্বাহ্ন



বিমানে পাখির আঘাত, সিলেট থেকে পাঁচ ঘণ্টা বিলম্বে ছাড়ল যুক্তরাজ্যের ফ্লাইট

- ফাইল ছবি

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বার্ড হিটের (পাখির আঘাত) শিকার হয়েছে বিমান বাংলাদেশে ড্রিম লাইনার। নিরাপদে অবতরণ করলেও এ ঘটনার কারণে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে প্রায় পাঁচ ঘন্টা বিলম্ব হয় বিমানটির।

আজ রবিবার (১৪ আগস্ট) সকাল আটটা ৪৫ মিনিটের দিকে পাখির সঙ্গে বিমানের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ফ্লাইট সকাল ৯টা ৪০ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এ ঘটনার কারণে পাঁচ ঘন্টা বিলম্বে বিকেল ৩টা ৩ মিনিটে সেটি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ। তিনি সিলেট মিররকে বলেন, ‘যেহেতু বার্ড হিটের ঘটনা ঘটেছে। সেকারণে স্থানীয় ইঞ্জিনিয়ারদের পাশাপাশি ঢাকা থেকে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা এসে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর বেলা ৩টা  ৩ মিনিটে ২৯৭ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হয় ফ্লাইটটি।’

এএফ/০৬