ওসমানীনগর প্রতিনিধি
আগস্ট ১২, ২০২২
১২:৪২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১২, ২০২২
১২:৪৬ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থী সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলার দুইমাস পর এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ওসমানীনগর থানা কম্পাউন্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহ সালমান (২৩) উপজেলার তাজপুর ইউনিয়নের সুরতপুর গ্রামের কাপ্তান আলমের ছেলে।
জানা যায়, গত ৯ জুন দুপুুরে তাজপুর ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এইচ এসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তারেক মিয়া ও একই কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী কবির মিয়ার মধ্যে সিনিয়ন জুনিয়র দ্বন্দ্বের জের ধরে ছাত্রলীগদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুপুর দুইটার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাজপুর বাজারে সংঘর্র্ষে লিপ্ত হয়। একপর্যায়ে সংঘর্ষটি এলাকাভিত্তিক ছড়িয়ে পড়লে তারেক আহমদের পক্ষে কাদিপুর ও কবির আহমেদের পক্ষে দিগর গয়াসপুরসহ কাশিপাড়া গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জের মাধ্যমে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে। পরে বিকাল চারটার দিকে আরেক দফায় প্রায় ঘন্টা ব্যাপি সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহনও ভাংচুর করা হয়। এ সময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। পরদিন (১০ জুন) সংঘর্ষের ঘটনায় ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) স্বাধীন চন্দ্র তালুকদার বাদি হয়ে তিন জনের নাম উল্লেখ করে দুই থেকে তিনশ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, ‘বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তারকৃত সালমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে ‘
ইউডি-০১/এএফে-০৪