সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১১, ২০২২
১১:১৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২২
১১:১৩ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন আগামিকাল শুক্রবার দুই দিনের সফরে সিলেটে আসছেন। তাঁর সফরসূচিতে জানানো হয়, শুক্রবার সকাল ৯টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
সকাল ১০ টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভায় যোগদান করবেন। এরপর বিকেল সাড়ে ৩ টায় সিলেটের জিন্দাবাজারস্থ মন্ত্রীর কার্যালয় পরিদর্শন করবেন। এ দিন বিকেল সোয়া ৫টায় নগরীর দক্ষিণ সুরমা গণগ্রন্থাগার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন মন্ত্রী।
পরদিন শনিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর ১ টায় সিলেট স্টেশন ক্লাবের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন এবং বিকেল ৪টায় সিলেট সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করবেন। পরে রাত ৯টার দিকে সিলেট ত্যাগ করবেন তিনি।
আরএম-০২