সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১১, ২০২২
০১:০৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২২
০১:০৫ পূর্বাহ্ন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল, মানব্বন্ধন, প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে সিলেটেও কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
আজ ১০ আগস্ট বুধবার (১০ আগস্ট) বিকেল পাঁচটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ সিলেট জেলা শাখার সভাপতি জননেতা লোকমান আহমদ ।
সিলেট মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, সহ সভাপতি সৈয়দ আনসার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী,শিক্ষা বিষয়ক সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, আব্দুল বাছির বাদল,মহানগর শাখার নাজমুল হক, ফারুক আহমদ ও মাহমুদুল হক চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে জননেতা লোকমান আহমদ বলেন , ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি।’ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অর্থনীতি ও জনজীবনে মারাত্মক নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘গণপরিবহণ ও পণ্যপরিবহণের ভাড়া বৃদ্ধি, কৃষিতে সেচ ব্যয় বৃদ্ধি, নিত্যপণ্যের দাম আরও বৃদ্ধিসহ জনজীবনে বাড়তি চাপ তৈরি করেছে। মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে।’
লোকমান আহমদ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধর আত্মঘাতি সিদ্ধান্ত বাতিল করে আর্থিক খাতসহ অর্থনীতির অন্যান্য খাতে সমন্বয় করা এবং দুর্নীতি-লুটপাট-অপচয় বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বৈশ্বিক সংকটে অর্থনীতি সচল রাখতে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ধরে রাখতে, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে আগামী ছয় মাসের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জননেতা লোকমান আহমদ।
এএফ/০৩