গোলাপগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১০, ২০২২
০২:০৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১০, ২০২২
০২:০৬ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর নামক স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাতার প্রবাসী আব্দুল হাদি (৪৯) বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের এমদাদুল হক এর ছেলে । তিনি ছুটি কাটিয়ে কাতার যাওয়ার উদ্দেশ্যে বড়লেখা থেকে সিলেট ওসমানী বিমানবন্দর যাচ্ছিলেন । তাদের কারটি লরিফর নামক স্থানে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থালেই নিহত হোন।
এ সময় কারের আরো ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এসআই হাফিজ এর সত্যতা নিশ্চিত করেন।
এফএম/বিএ-০১