গোলাপগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০৮, ২০২২
১২:৩১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৮, ২০২২
১২:৩১ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় রাব্বি আহমেদ সালমান (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ।
আজ রবিবার (৭ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনী সংলগ্ন স্থান থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয় ।
নিহত রব্বি উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের সোনাহর আলী কছির ছেলে। পেশায় দিন মজুর।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার ঢাকা দক্ষিণ বাজারের চৌমুহনী সংলগ্ন একটি দোকানের বারান্দায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরহতাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে লাশ প্রেরণ করে।
এদিকে ঢাকা দক্ষিণ বাজারে লাশ পাওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করলেও স্থানীয়দের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে রহস্য। তদন্তের মাধ্যমে মূল রহস্য উদঘাটনের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে । ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
এএফএমএ-০১/এএফ-০৩