নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৬, ২০২২
০৩:৫০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৬, ২০২২
০৩:৫২ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে একটা বাসা থেকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অজ্ঞান অবস্থায় উদ্ধার হওয়া সামিরা ইসলাম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) আবুল কালাম আজাদ।
এর আগে গত ২৫ জুলাই রাতের খাবার খেয়ে ঘুমাতে যান প্রবাসী পরিবারের পাঁচ সদস্য। পরদিন সকালে দরজা ভেঙে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
তারা হলেন- যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম (৫০) ও তার ছোট ছেলে মাহিকুল ইসলাম (১৮), রফিকুল ইসলামের স্ত্রী হুছনারা বেগম (৪৫), ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও মেয়ে সামিয়া ইসলাম (২০)।
তাদের মধ্যে রফিকুল ইসলাম ও ছেলে মাহিকুল ইসলাম ওইদিনই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় অন্যদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে মা-ছেলে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। কিন্তু ১১ দিনেও ফিরছিল না সামিরার জ্ঞান। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
এনএইচ/বিএ-০২