সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৫, ২০২২
০৩:২১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৫, ২০২২
০৩:৪১ অপরাহ্ন
উন্নয়নমূলক কাজ ও গাছপালা কর্তনের জন্য আগামিকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে এমন তথ্য জানানো হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শনিবার ১১ কেভি বালুচর ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে বালুচর পয়েন্ট, নতুন বাজার, সোনার বাংলা, আল ইসলাহ আবাসিক এলাকা, দলদলি চা বাগান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
‘সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ’ যোগ করেন তিনি।
আরএম-০১