কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০৪, ২০২২
০২:২২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৪, ২০২২
০২:২২ পূর্বাহ্ন
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, ‘কোম্পানীগঞ্জ থানা এলাকায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি চালু হওয়াতে কোম্পানীগঞ্জের জনসাধারণ সহজে পুলিশিং সেবা পাবেন এবং পুলিশ বাহিনী সাধারণ মানুষকে সহজে আইনী সেবা দিতে পারবে। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধি পাবে।’
আজ বুধবার (৩ আগস্ট) বিকালে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির উন্নয়নমূলক অবকাঠামো ও ফাঁড়ির বৃক্ষবাগান পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন এসপি ফরিদ উদ্দিন।
তিনি আরও বলেন, ‘কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি, শুল্ক স্টেশন এবং পর্যটন স্পটের কারণে ভোলাগঞ্জ একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। বাড়তি নিরাপত্তার প্রয়োজনে পুলিশ ক্যাম্প ভূমিকা রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হয়েছে। পুলিশ ফাঁড়ি হওয়াতে জনসাধারণের পুলিশিং সেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মাহফুজ আবজাল, গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার, সিংহ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, ওসি ডিবি রেফাফল্লাহ, কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী, গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল জাহান কাজল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল আলী, আবিদুর রহমান, আব্দুল জলিল, ফখর উদ্দিন সহ পুলিশের কর্মকর্তা বৃন্দ।
এর আগে গত ২৭ জুলাই অনুষ্ঠানিকভাবে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হয়।