টিসিবির কার্ডে পণ্য পাবে সিলেটের সাড়ে চার লাখ পরিবার

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০২, ২০২২
০৪:০৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২২
০৪:৪২ পূর্বাহ্ন



টিসিবির কার্ডে পণ্য পাবে সিলেটের সাড়ে চার লাখ পরিবার

ফাইল ছবি

আজ থেকে শুরু হয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্বল্পমূল্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ সকালে ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে টিসিবির স্বল্পমূল্যের পণ্য পাবেন ৪ লাখ ৬২ হাজার ৫২১ জন কার্ডধারী ব্যক্তি। প্রত্যেকে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি কিনতে পারবেন।

সয়াবিন তেল ১১০ টাকা লিটার, মসুর ডাল ৬৫ টাকা কেজি, চিনি ৫৫ টাকা কেজি, পেঁয়াজ ২০ টাকা কেজি দরে বিক্রি করছে টিসিবি। এর মধ্যে পেঁয়াজ টিসিবির সব ডিলারের কাছে পাওয়া যাবে না। শুধুমাত্র সিটি করপোরেশন এলাকায় এবং টিসিবির আঞ্চলিক কার্যালয়-সংশ্লিষ্ট জেলাগুলোয় বিক্রি হবে পেঁয়াজ।

টিসিবি সিলেট আঞ্চলিক কর্মকর্তা মো. ইসমাইল মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সিলেট বিভাগে আমাদের ২১৭ জন ডিলার আছেন। আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে পণ্য বিক্রি শুরু হলেও গতকাল সোমবার থেকে মৌলভীবাজার ও হবিগঞ্জে আমাদের ডিলাররা পণ্য বিক্রি শুরু করেছেন। ডিলাররা নির্দিষ্ট দোকানে পণ্য বিক্রি করবেন।’

তিনি বলেন, ‘সিলেট ও সুনামগঞ্জ ঝেলায় প্রক্রিয়াগত কিছু জটিলতায় পণ্য বিক্রি শুরু হয়নি। শিগগিরই বিক্রি শুরু হবে।’

আরএম-০১