নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০২, ২০২২
০৮:১৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০২, ২০২২
০৮:১৮ পূর্বাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় ডাকা আন্দোলন আজ মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত স্থগিত করা হয়েছে। কলেজের অধ্যক্ষের আশ্বাসের ভিত্তিতে সড়ক অবরোধের প্রায় সাড়ে চার ঘন্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি হাসপাতালের এক ইন্টার্ন নারী চিকিৎসকের সঙ্গে এক রোগীর স্বজনদের কথা কাটাকাটি হয়। সে সময় হাসপাতালের অন্য ইন্টার্ন চিকিৎসকরা এ ঘটনার প্রতিবাদ জানান। এ ঘটনার জের ধরে গতকাল সোমবার রাতে বহিরাগতরা ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুই শিক্ষার্থীকে মারধর করে। তার প্রতিবাদে রাত দশটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের মেইন ফটকের সামনে সড়ক অবরোধ করেন।
অবরোধে কয়েকশো শিক্ষার্থী অবস্থান অংশ নেন। এ সময় ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরাও অবরোধ অংশ নেন। অবরোধের কারণে ওসমানী মেডিকেল হাসপাতালের মেইন ফটক বন্ধ হয়ে যায়। এছাড়া সড়কের দুই পাশে কোনো যানবাহনও চলতে দেননি অবরোধকারীরা। এদিকে আন্দোলনের কারণে হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া বাকি সব চিকিৎসা সেবা প্রায় বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কলেজ প্রশাসন আইনগত ব্যবস্থা না নিবে এবং তাদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ তারা রাস্তা ছাড়বেন না। বহিরাগত মুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিও জানান তিনি।
এ বিষয়ে ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্তী সোমবার রাত ১১টার দিকে সিলেট মিররকে বলেন, ‘আমি দুই দিনের ছুটিতে আছি। তবে বিষয়টি ইতোমধ্যে জেনেছি। বহিরাগতরা কলেজ ক্যাম্পাসে এভাবে প্রবেশ করবে সেটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি শান্ত করা হবে জানিয়ে তিনি বলেন, ‘শুধুমাত্র কলেজ প্রশাসনের পক্ষে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। এজন্য স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদেরও ভ‚মিকা রাখতে হবে।’
এদিকে এ ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নগরের মুন্সিপাড়া এলাকার মৃত রানা আহমদের ছেলে মো. মাহিদ হাসান রাব্বী (২৭) ও কাজলশাহ এলাকার আব্দুল হান্নানের ছেলে মো. এহসান আহমদ (২২)।
দুই জনকে আটকের বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি তদন্ত মো. ইয়াছিন।
এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নারী ইন্টার্নি চিকিৎসকের সঙ্গে দুব্যবহার ও শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা রাত দুইটার দিকে কলেজ অধ্যক্ষের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন। তারা আজ মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন।
রাত ৩টা ৪০ মিনিটে সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি বলেন, ‘হাসপাতালের পরিচালক ও কলেজের অধ্যক্ষের কাছে শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। তাদের দাবি বাস্তবায়নে আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে।
বর্তমানে সড়ক ও হাসপাতালের সেবা স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের দাবি বাস্তবায়ন করা হবে। ফলে তারা অবরোধ স্থগিত করেছেন। আমরা সড়ক যোগাযোগ স্বাভাবিক করেছি। ধীরে ধীরে হাসপাতালের সেবাও স্বাভাবিক হচ্ছে।
এএফ/০৩