ওসমানীতে শিক্ষার্থীদের উপর হামলা, আটক দুই

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০২, ২০২২
০৬:১৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০২, ২০২২
০৯:১২ অপরাহ্ন



ওসমানীতে শিক্ষার্থীদের উপর হামলা, আটক দুই

 সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের দুই শিক্ষার্থীর ‍উপর হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি তদন্ত মো. ইয়াসিন। 

বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর দুই স্বজন খারাপ ব্যবহার করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনার জেরে আজ রাত ৮টায় কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে বহিরাগতরা আমাদের কয়েকজন শিক্ষার্থীদের মারধর করে। এতে দুজন গুরুতর আহত হন।’

বিক্ষোভকারী শিক্ষার্থী শাহ অসিম ক্যানেডি জানান, হামলায় আহত শিক্ষার্থীরা হলেন রুদ্র নাথ ও নাইমুর রহমান ইমন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। অন্যদিকে কলেজের সামনের সড়ক আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ইন্টার্নদের ধর্মঘটের কারণে রোগীরা পড়েছেন বিপাকে।

সোমবার দিবাগত রাত দুইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেডিক্যালের ফটক বন্ধ করে সড়কে অবস্থান করছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরাও।

এনএইচ-০১/এএফ-০২