স্কাউট জাম্বুরিতে সিলেটের গ্রীনি ও মিকদাদ

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০১, ২০২২
০৩:৫২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২২
০৬:৩৯ পূর্বাহ্ন



স্কাউট জাম্বুরিতে সিলেটের গ্রীনি ও মিকদাদ

পর্তুগালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল স্কাউট জাম্বুরী ২০২২। এ স্কাউট জাম্বুরিতে অংশ নিচ্ছেন সিলেটর সিগমা আলমগীর গ্রীনি ও সাদনান আলমগীর মিকদাদ।

সিগমা আলমগীর গ্রীনি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের (ইংলিশ ভার্শন) এস.এস.সি পরীক্ষার্থী। সাদনান আলমগীর মিকদাদ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

রবিবার (৩১ জুলাই) কাতার এয়ার লাইনসের একটি ফ্লাইটে তারা পর্তুগাল পৌঁছায়। 

একইসঙ্গে তারা কাতার, জার্মানী, নেদারল্যান্ড ও ফ্রান্স ঘুরে ১০ আগষ্ট দেশে ফিরার কথা রয়েছে। 

গ্রীনি ও মিকদাদ টেমস সুরমার কর্ণধার ফারুক ইবনে আম্বিয়া আলমগীর ও মা কবি সুমা জায়গীরদারের সন্তান।

বিএ-০১