তাহিরপুর প্রতিনিধি
মার্চ ১৪, ২০২২
০৫:১৯ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৪, ২০২২
০৫:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশ করায় বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
নিহত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে জনিক মিয়া (২৫)।
জানা যায়, রবিবার রাতে জনিক মিয়া বড়ছড়া সীমান্ত এলাকার ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। পরে সেখানকার স্থানীয়রা তাকে চোর সন্দেহে পিটিয়ে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে ফেলে রেখে যায়।
জানতে পেরে আজ সোমবার (১৪ মার্চ) সকালে নিহতর পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সুনামগঞ্জ (২৮ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান সিলেট মিররকে বলেন, শুনেছি ভারত সীমান্তে অনুপ্রবেশ করলে ওপারের স্থানীয়রা ওই যুবককে পিটিয়ে আহত করে। মারা যাওয়ার বিষয়টি আমি নিশ্চিত নই। পরিবারের কেউ এ নিয়ে অভিযোগও করেনি।
এএইচ/আরসি-১০