তাহিরপুরে পৃথক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই বৃদ্ধ কারাগারে

তাহিরপুর প্রতিনিধি


মার্চ ১৪, ২০২২
০১:১৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৪, ২০২২
০১:১৫ পূর্বাহ্ন



তাহিরপুরে পৃথক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই বৃদ্ধ কারাগারে

সুনামগঞ্জের তাহিরপুরে ২৪ ঘন্টার ব্যবধানে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার পৃথক অভিযোগে দুই প্রতিবেশী বৃদ্ধকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

তারা হলেন উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের তারুন রশিদ ওরফে ভুলা (৬০) ও উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রাজাই গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে আবু কালাম ওরফে কালু মিয়া (৬০)।

শনিবার সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামে ও উপজেলার সদরের ভাটি তাহিরপুর গ্রামে আজ রবিবার (১৩ মার্চ) সকালে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এর আগে শিশু দুটির পরিবারে পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত দুজনকে অভিযান চালিয়ে রবিবার সকালে গ্রেপ্তার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, ‘পৃথক ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দুই শিশুকে পুলিশের হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

আরসি-১৮