শান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি


মার্চ ১০, ২০২২
০৬:৪১ অপরাহ্ন


আপডেট : মার্চ ১০, ২০২২
০৬:৪৩ অপরাহ্ন



শান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

“মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য সামনে রেখে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে দিরাই মদনপুর আঞ্চলিক মহা সড়কে একটি র‍্যালী বের হয়ে নোয়াখালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। 

র‌্যালী পরবর্তী নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুঁইয়া এর সভাপতিত্ব ও প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী হরিপদ দাসের পরিচালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.ফারুক আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জিসান আহমেদ, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।

আলোচনা সভার পর উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনিরোধক বিভিন্ন মহড়া দেয়া হয়।

এস টি/বি এন-০৪