জামালগঞ্জ প্রতিনিধি
মার্চ ০৬, ২০২২
১০:২৯ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৬, ২০২২
১০:২৯ অপরাহ্ন
জামালগঞ্জ উপজেলা পরিষদ গেইটের সামনে ইসলামপুর গ্রামবাসী তাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলা খাল খনন না করতে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে ইউএনও বরাবরে ৩০ জন স্বাক্ষরিত আবেদন করেন তারা।
রবিবার (৬ মার্চ) বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামবাসীর পক্ষে এ আবেদন করা হয়।
আবেদন সূত্রে জানা যায়, একটি স্বার্থান্বেষী মহল বেহেলী ইউনিয়নের মশালঘাট মৌজার ৮৫১ ও ৮৯২ নম্বর দাগের ১ নম্বর খতিয়ানের ২৭ নম্বর সাবেক জেএল ও হাল ৪৫ নালা রকম ভ‚মি খননের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।
কিন্তু এ নালারকম ভ‚মি খনন করলে গ্রামবাসীর কৃষিকাজসহ দৈনন্দিন কাজে মারাত্বক বিঘœ ঘটবে। এ নালা খনন করলে দুই পারে সরকারি পাকা রাস্তা, বিদ্যুতের পিলার, মসজিদ এবং বসতবাড়ি ভাঙ্গনের মুখে পতিত হবে। গ্রামবাসীর সমস্যার কথা চিন্তা করে ইসলামপুর গ্রামের খাল খনন না করার আবেদন জানানো হয়েছে।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব বলেন, অভিযোগটি মৎস্য কর্মকর্তাকে দেওয়া হবে। তারা তদন্ত করে ব্যবস্থা নিবে।
বি আর/বি এন-০৯