পুলিশি ‘নির্যাতনে’ উজির মিয়ার মৃত্যুর ঘটনায় তিন সদস্যের কমিটি

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৩, ২০২২
০৬:৪১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২২
০৬:৪১ পূর্বাহ্ন



পুলিশি ‘নির্যাতনে’ উজির মিয়ার মৃত্যুর ঘটনায় তিন সদস্যের কমিটি

সুনামগঞ্জে পুলিশি নির্যাতনে উজির মিয়া নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠায়, ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা প্রশাসক  মো জাহাঙ্গির হোসেন সাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার উল হালিমকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন ও সিভিল সার্জন কার্যালয়ের একজন চিকিৎসককে রাখা হয়েছে। ২৪ ফেব্রুয়ারির মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির দায়িত্ব পাওয়ার কথা জানিয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার উল হালিমকল বলেন, উজির মিয়ার মৃত্যু ও অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে আমাদের। আমরা আজকে থেকেই কাজ শুরু করবো।

সুনামজঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজির মিয়া সোমবার চিকিতসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ৯ ফেব্রুয়ারি  চুরির অভিযোগে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলো শান্তিগঞ্জ থানা পুলিশ।

উজির উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন (বাঘেরকোনা) গ্রামের মৃত কাঁচা মিয়ার ছেলে ও দুই সন্তানের জনক। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

আরসি-০৬