শান্তিগঞ্জে দুর্গাপূজায় সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ

শান্তিগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ০৩, ২০২১
০৯:৩৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২১
১১:৫৬ অপরাহ্ন



শান্তিগঞ্জে দুর্গাপূজায় সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ

শান্তিগঞ্জ উপজেলার হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

রবিবার (৩ অক্টোবর) দুপুর ১২ টায় শান্তিগঞ্জ বাজারস্থ পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়ীর মুন্সী আরফান আলী বৈঠকখানায় সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। 

এসময় শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ২২টি পুজা মন্ডপে ৩ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন এবং প্রতিটি পুজামন্ডপে ৫শ কেজি করে চাল বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মো. হারুনুর রশীদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সকিনা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভূইয়া, শান্তিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষন তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা,মুক্তিযোদ্ধা রবীন্দ্র তালুকদার, লিংকন তালুকদার প্রমুখ।

এস টি/বি এন-১৩