নাট্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সিলেটের মঞ্চে ফিরছে নাটক

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২০, ২০২১
০৬:৩৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২১
০৬:৩৮ পূর্বাহ্ন



নাট্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সিলেটের মঞ্চে ফিরছে নাটক

অতিমারি করোনায় সবকিছুর মতো স্থবিরতা নেমেছিল সংস্কৃতি অঙ্গনেও। মহামারি শুরুর পর গত ফেব্রুয়ারিতে দীর্ঘ নীরবতায় ছেদ পড়লেও সংক্রমণ বাড়ায় আবারও বিরতি।

অবশেষে অডিটোরিয়ামের বন্ধ কপাট খুলছে, আবারও মঞ্চে আলো জ্বলছে। সম্মিলিত নাট্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আজ সোমবার আবারও মঞ্চে ফিরছেন সংস্কৃতিকর্মীরা। 

হাটি হাটি পা পা করে ৩৭ বছর পূর্ণ করেছে সিলেটের এই নাট্য সংগঠনটি। ‘যাত্রাপথে জেগে উঠুক মানবতার জয়গান’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী। নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করছে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। 

বিকেল ৪টায় নৃত্যের ঝংকার, আবৃত্তি, সংগীতের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হবে। করোনাকালে মানবকল্যাণে ভ‚মিকা রাখা তিন ব্যক্তিকে দেওয়া হবে মানবহিতৈষী সম্মাননা। সন্ধ্যা ৭টায় লিটল থিয়েটার সিলেট মঞ্চায়ন করবে নাটক ‘ভাইবে রাধারমণ’।

দীর্ঘদিন পর সিলেটের মঞ্চে আয়োজিত সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। 

সিলেট মিরর-এর সঙ্গে আলাপকালে রজত কান্তি গুপ্ত বলেন, ‘দীর্ঘ বিরতির পর সিলেটের মঞ্চে আজ আলো জ্বলছে। করোনা যে আঁধার ছড়িয়ে দিয়েছে পৃথিবীতে, তা দ্রুতই কেটে যাবে। আমরা আবার পরিচিত পৃথিবীতে ফিরতে পারব বলে আমাদের বিশ্বাস। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে সিলেটের নাটকপাড়া আবারও মুখরিত হয়ে উঠবে বলে আমাদের প্রত্যাশা।’

আরসি-০২