নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২১
০১:৩৪ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২১
০১:৩৪ পূর্বাহ্ন
সিলেট বিভাগীয় কমিশনার, বাংলাদেশের ওয়াকফ প্রশাসকসহ ১৫জনকে বিবাদী করে সিলেটের যুগ্ম জেলা জজ ৩য় আদালতে স্বত্ব মামলা (নম্বর ৪০) দায়ের করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পিঠাকরা গ্রামের মো. ইলিয়াছ আলীএই মামলা দায়ের করেন।
মো. ইলিয়াছ আলী জানান, হজরত শাহজালাল (রহ.) সঙ্গে সিলেটে এসেছিলেন শাহ সিকান্দার (রহ.)। তার মাজার রয়েছে পিঠাকর গ্রামে। এই মাজারের সংশ্লিষ্ট ভ‚মি নিয়ে একটি পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে তার। মাজারের কাগজ পত্রে এবং ডিপি, এসএ ও বিএস রেকর্ডে শাহ সিকান্দার রহ. দরগাহ নামে রেকর্ড থাকলেও ইদানিং শাহ সুনামদি গং নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে মাজারটি দখলের অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তার। এ নিয়ে গ্রামের একটি প্রভাবশালী তার উপর কয়েক দফা হামলা ও সাজানো মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ রয়েছে। তাই গত ১২ সেপ্টেম্বর সিলেটের যুগ্ম জেলা জজ ৩য় আদালতে স্বত্ব মামলা দায়ের করেন তিনি।
মো. ইলিয়াছ আলী মাজারের রেকর্ডীয় মালিকের উত্তরাধিকারী দাবি করে বলেন, নালিশা সম্পত্তি আমার ও আমার পূর্ব পুরুষের এবং গতানুগতিক ভাবে আমি ও উত্তরাধিকারীগণ উক্ত দরগাহের বৈধ মালিক ও দখলকার হিসাবে শাহ সিকান্দার (রহ.) দরগাহ নামে মাজারটি পরিচালনা করে আসতেছি। শাহ সিকান্দার দরগাহ নামে মাজারের নিরঙ্কুশ সত্ত¡ ঘোষণা ও তথায় ওয়াকফ প্রশাসকের শাহ সুনাম উদ্দিন কল্পিত মাজার নাম বাতিলের দাবিতে আমি মামলাটি দায়ের করেছি।
এ ব্যাপারে সিলেট জেলা বারের আইনজীবী মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ভূমির কাগজ ছাড়া স্বত্ব মালিকানা বা বাংলাদেশ ওয়াকফ এর তালিকাভুক্তির আইনগত সুযোগ নেই। হজরত শাহ সিকান্দার (রহ.) দরগাহের মালিকানার ভ‚মিতে উক্ত ইসি অকার্যকর ও কোনো ভাবেই প্রযোজ্য নয়। যুগ্ম জেলা জজ ৩য় আদালত সিলেট মামলাটি স্বত হিসাবে আমলে নিয়ে বিবাদীর প্রতি সমন ইস্যুর আদেশ প্রদান করেন।
বিএ-০৯