বঙ্গবন্ধুর ম্যুারালে শ্রদ্ধা নিবেদন

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২০, ২০২১
১২:২৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২১
১২:২৯ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর ম্যুারালে শ্রদ্ধা নিবেদন

সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীনকে নিয়ে সিলেট জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদ সদস্যদের উদ্যোগে রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার আহ্বায়ক কমিটির শামীম আল মামুন মনির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশীন জেবীন, সদস্য সুষমা সুলতানা রুহী, মো. মতিউর রহমান, মোহাম্মদ শাহানুর, সাজনা সুলতানা হক চৌধুরী, তামান্না আক্তার হেনা, মো. আব্দুল আউয়াল কয়েছ, মো. মুহিবুল হক, লোকন মিয়া, স্যায়িদ আহমদ সুহেদ প্রমুখ।

বিএ-০৬