নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন
সিলেট গ্যাস ফিল্ডসের ক্যাশ ও ব্যাংকিং শাখার ব্যবস্থাপক মো. শাহে আলমের খোঁজ মিলেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ ও তার পরিবার। তিনি বর্তমানে তার বাড়ি ভোলায় অবস্থান করছেন।
গতকাল শুক্রবার সকাল দশটায় সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির গাড়িতে করে বটেশ্বর বাজারে যান শাহে আলম। নির্দিষ্ট সময় পর কোম্পানির গাড়ি ফেরত আসলেও শাহে আলম ফিরেননি। এরপর থেকেই তার ফোন বন্ধ পান পরিবারের সদস্যরা। পরে ওইদিন বিকেলে শাহপরাণ থানায় জিডি করেন তার স্ত্রী মোবারকা সুরভী। তবে বাজারের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বটেশ্বর বাজারের সামনে সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে জাফলং থেকে ছেড়ে আসা একটি বাস শাহে আলম দুই হাতের ইশারায় থামান। এরপর তিনি ওই বাসে ওঠেন। বাসটি জাফলং থেকে সিলেটমুখী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পরিবারের সদস্যদের শাহে আলম নিজেই ফোন করে জানান, তিনি নিখোঁজ হননি। ভোলায় যাওয়ার পথে লঞ্চে আছেন।
শাহে আলমের স্ত্রী মোবারকা সুরভী সিলেট মিররকে বলেন, ‘শুক্রবার রাতে তিনি নিজেই আমাকে ফোন করে জানান তিনি লঞ্চে আছেন, বাড়িতে যাচ্ছেন। আগামী দুই-একদিনের মধ্যে তিনি সিলেট ফিরে আসবেন বলেও জানিয়েছেন আমাকে। তিনি অনেকটা মানসিক চাপে আছেন। এ জন্য কাউকে কিছু না বলে হঠাৎ এভাবে চলে যান।’
আর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘শনিবার সকালে আমাদেরকে তিনি ফোন করে ভোলা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি আমাদের কাছে দুঃখ প্রকাশও করেন। তিনি মানসিক ভাবে কিছুটা চাপে ছিলেন। এ জন্য চিকিৎসকের তত্ববধানে তার চিকিৎসাও চলছে।’
এনএইচ/বিএ-০৪