গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৪

গোলাপগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১৮, ২০২১
০৬:৩২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২১
০৬:৩৩ অপরাহ্ন



গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৪

সিলেটের গোলাপগঞ্জে প্রোভক্স প্রাইভেটকার ও মালবাহী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে দাদা ও নাতি। এ ঘটনায় আহত হয়েছেন আরোও ৪ জন।

শনিবার (১৮ সেপ্টেম্বর ) সকাল১১টার দিকে উপজেলার সদর ইউপির রানাপিং ফাজিলপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের মুক্তার আলীর ছেলে শফিক উদ্দিন (৭০) ও আবুল হাসনাতের ছেলে আরিয়ান  (১) ।

আহতরা হলেন,  দূর্ঘটনায় নিহত শফিক উদ্দিনের স্ত্রী হোসনা বেগম (৫৫) ও মেয়ে ফাতিমা আক্তার (২৩), অপর আহত ২ জন হলেন, আবুল হাসনাতের মেয়ে তামান্না বেগম (২৫) ও বিয়ানীবাজার উপজেলার মুল্লাগাম এলাকার নাজিম উদ্দীনের ছেলে প্রাইভেটকার চালক  নাসির উদ্দিন (২৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বিয়ানীবাজার থেকে প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ-১৪-৯৫৯৫) পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শহরে যাচ্ছিলেন শফিক উদ্দিন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণাপিং ফাজিলপুর নামক স্থানে একটি মালবাহী পিকআপভ্যানের (ঢাকা মেট্রো-ন-২০-৮২৪৭) সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার শফিক উদ্দিন ও আরিয়ানকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত চারজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে পিকআপভ্যানের চালক পলাতক রয়েছেন। এদিকে আহতদের স্বজন মো. এনামুল হক চৌধুরী বলেন, আহতদের অবস্থা আশস্কাজনক। সবাই তাদের জন্য দোয়া করবেন। দূর্ঘটনা ও ২ জন নিহতের বিষয়টি  নিশ্চিত করেছেন  গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ চৌধুরী।  দুর্ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এফ এম/বি এন-০৫