সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১৮, ২০২১
০৩:৪৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২১
০৩:৪৮ পূর্বাহ্ন



সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তা নিখোঁজ

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপক (ক্যাশ অ্যান্ড ব্যাংক) মো. শাহে আলম নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাজার করতে বের হয়ে তিনি আর ঘরে ফিরেননি। এর পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ব্যাপারে শুক্রবার বিকেলে তার স্ত্রী মোবারকা সুরভী শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি (জি.ডি) করেছেন।

সাধারণ ডায়েরির আবেদনে উল্লেখ করা হয়, মো. শাহে আলম শুক্রবার সকাল দশটায় সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির গাড়িতে করে বটেশ্বর বাজারে যান। নির্দিষ্ট সময় পর কোম্পানির গাড়ি ফেরত আসলেও শাহে আলম ফিরেননি।

পরে তার পরিবারের লোকজন বাজারে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, সর্বশেষ দুপুর বারোটার দিকে শাহে আলমকে বাজারে দেখা যায়। তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের সময় তার পরণে ছিল ক্রিম কালারের একটি পাঞ্জাবি ও সাদা পায়জামা।

জিডির বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ‘বাজারে নিজ গাড়িতে গেলেও বাজারের সিসিটিভি ফুটেজে দেখা গেছে ফেরার সময় তিনি একটি বাসে উঠেছেন। তারপর থেকে তার ফোন বন্ধ। একটি সূত্রে জানতে পেরেছি তিনি বরিশালে নিজ বাড়িতে যাচ্ছেন। তবে তথ্যটি আমরা যাচাই-বাচাই করছি।’ 

এনএইচ/আরসি-১৬