জৈন্তাপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২১
১০:৫৫ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
১০:৫৫ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার এজাহারনামীয় আসামি ও আন্তঃজেলা ডাকাতদলের সদস্যসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোরে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণ বাঘেরখাল গ্রামের আনসার অ্যান্ড ব্রাদার্স নামের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় দায়ের করা মামলার আসামিসহ আন্তঃজেলা ডাকতদলের সদস্যরা জাফলং এলাকায় অবস্থান করেছিল। তাদের অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল। অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হেমু জুয়াইরটুল গ্রামের আব্দুল জলিলের ছেলে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য জমির উদ্দিন (৩৫), হেমু হাউদপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে চোরচক্রের সক্রিয় সদস্য জয়নাল আবেদীন (৩২), নিজপাট গৌরীশংকর গ্রামের আবুল কাশেম বিশালের ছেলে বাহার মিয়া (৩০) ও জৈন্তাপুর ইউনিয়নের লামনী গ্রামের ওয়াহিদ আলীর ছেলে আব্দুল আহাদ (২২)। সংঘবদ্ধ চক্রটি দীর্ঘ দিন ধরে আন্তঃজেলা চুরি-ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত এবং বিভিন্ন থানায় তাদের নামে মামলা রয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাই মালামালসহ তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরকে/আরআর-০৩