সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২১
০৭:৩৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
০৭:৩৩ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার বাদাঘাট চেঙ্গেরখাল নদীতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
গ্রামবাংলা ঐতিহ্য সংরক্ষণ কমিটি আয়োজিত এ প্রতিযোগিতা ওইদিন দুপুর ১২ টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে। প্রতিযোগিতায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন।
এতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির প্রধান পৃষ্ঠপোষক মকসুদ আহমদ মকসুদ।
আরসি-১৪