সিলেট নগরের দুই সড়ক সংস্কারে ২২ কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১৭, ২০২১
০৬:২৩ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
০৬:২৫ অপরাহ্ন



সিলেট নগরের দুই সড়ক সংস্কারে ২২ কোটি টাকার প্রকল্প

ছবি- সংগৃহীত

সওজের সঙ্গে মালিকানা নিয়ে রশি টানাটানির পর অবশেষে নগরের টিলাগড়–শিবগঞ্জ-মীরাবাজার-নাইওরপুল সড়ক এবং আম্বরখানা-শাহী ঈদগাহ পর্যন্ত সড়ক দুটি সংস্কারের জন্য ২২ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সিসিক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাজেট ঘোষণার সময় এমনটা জানিয়েছেন মেয়র। যদিও তিনি পুনরায় দাবি করেছেন, রাস্তা দুটি সড়ক ও জনপথের আওতাধীন। 

তিনি বলেন, ‘সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণকাজ সিলেট সিটি কর্পোরেশন সম্পন্ন করেছে। এই সড়ক দুটির সংস্কার করা জরুরি বিবেচনা করে আগামী মাস থেকে দ্রুতগতিতে কাজ শুরু করবে সিসিক। এজন্য ২২ কোটি টাকার টেন্ডারও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।’

সড়ক প্রশস্তকরণের ক্ষেত্রে চৌহাট্টা থেকে জিন্দাবাজারের সড়কের কাজ প্রসঙ্গে মেয়র বলেন, ‘এই সড়কের কাজ প্রায় শেষ হয়েছে। চৌহাট্টা-আম্বরখানা অভিমুখী সড়ক প্রশস্তকরণ কাজও সম্পন্ন হয়েছে। এরপর জিন্দাবাজার থেকে আম্বরখানা পর্যন্ত সড়কটি একটি দৃষ্টিনন্দন সড়ক হিসেবে নগরবাসীর সামনে দৃশ্যমান হবে। নগরে চলমান অন্যান্য সড়ক প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধন কাজও শিগগিরই সম্পন্ন হবে।’

এছাড়াও মেয়র তার বাজেটে উল্লেখ করেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা-ড্রেন ও কালভার্ট নির্মাণ ২৮ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’

বক্তৃতায় নিজের উন্নয়নের নানা উদাহরণ তুলে ধরেন আরিফ। হজরত মানিকপীর (রহ.) কবরস্থান আধুনিকায়ন ও সংস্কারকাজ, ভূগর্ভস্থ বিদ্যুতায়নের প্রসঙ্গ টানেন তিনি। 

আরসি-১২