নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২১
০৫:০৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
০৫:১০ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের পরিচালনাধীন রয়েছে নগরের কয়েকটি স্কুল। সেগুলো হচ্ছে আখালিয়ায় অবস্থিত বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়, চৌহাট্টায় অবস্থিত ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়, বাগবাড়িতে অবস্থিত বর্ণমালা সিটি একাডেমি এবং চারাদিঘিরপারে অবস্থিত সিটি বেবী কেয়ার একাডেমি।
সিলেট সিটি করপোরেশনের অর্থায়নে এবার নগরের ৬ নম্বর ওয়ার্ডে নতুন একটি স্কুল নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এই কথা বলেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মেয়র বলেন, ‘করোনা মহামারির কারণে এখনও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। ইতোমধ্যে জমির ব্যবস্থা হয়ে গেছে, স্কুলের নামকরণ করা হয়েছে হযরত সৈয়দ নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়। এই স্কুলটির কাজ আমরা দ্রুত শুরু করতে চাই।’
এছাড়াও শিক্ষার প্রসারে সিলেট মহানগরীতে আরও কী কী উদ্যোগ গ্রহণ করা যায় সে লক্ষে দুইজন শিক্ষা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরসি-০৯