নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২১
০৫:৩১ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
০৭:১৮ পূর্বাহ্ন
সিলেট নগরের আধুনিক বাস টার্মিনাল কাজে স্থবির হয়ে আছে। ফলে আলোর মুখ দেখতে দীর্ঘ হচ্ছে যাত্রীদের প্রতিক্ষা। তবে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে দাবি করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এই কথা বলেন সিটি করপোরেশনের মেয়র।
সিলেটের সবচেয়ে বড় ও আধুনিক কদমতলী বাস টার্মিনালের আধুনিকায়ন প্রকল্পের কাজ নিয়ে মেয়র বলেন, ‘কাজ দ্রুতগতিতে চলছে। যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ সমাপ্ত করার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’
বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে এই আধুনিকায়ন কার্যক্রমের ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘করোনা মহামারির কারণে কাজ বাধাগ্রস্থ হওয়ায় এই প্রকল্পের মেয়াদ ২০২২ জুন মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিদেশ থেকে কিছু আসবাবপত্র আনার কারণে কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে।’
এছাড়াও ট্রাক টার্মিনালের জন্য আরও ৬১ শতক জায়গা অধিগ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে ইতোমধ্যে জমি হস্তান্তর সম্পন্ন হয়েছে।
আরসি-০১