নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২১
০৫:০৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
০৫:০৭ পূর্বাহ্ন
সিলেট নগরের ৭৫ থেকে ৮০ শতাংশ এলাকা জলাবদ্ধতামুক্ত হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এই তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের মেয়র।
বাজেট বক্তৃতায় উন্নয়ন কাজ বিষয়ে মেয়র বলেন, ‘সিলেট নগরজুড়ে ৭৭ কিলোমিটার ছড়া ও খাল প্রবাহমান আছে, যার মধ্যে সিলেট সিটি করপোরেশন ৪৫ কিলোমিটার ছড়া ও খাল উদ্ধার এবং সংরক্ষণ কাজ সম্পন্ন হয়েছে। কমপক্ষে আরও ১০ কিলোমিটার ছড়া ও খাল উদ্ধার ও প্রশস্তকরণ করে সংরক্ষণ করলে সিলেট মহানগরের জলাবদ্ধতা আরও কমে আসবে।’
তিনি দাবি করেন, ‘বর্তমানে পূর্বের তুলনায় মহানগরে ৭৫-৮০ শতাংশ এলাকা জলাবদ্ধতামুক্ত হয়েছে। সুরমা নদীর পানির কারণে প্লাবনজনিত জলাবদ্ধতা থেকে নগরবাসী এখনও মুক্ত হননি। সুরমা নদী ড্রেজিং করা হলে পুরো নগর প্লাবনজনিত জলাবদ্ধতার শতভাগ সমাধান সম্ভব।’
এসএইচ/আরসি-০৫