নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২১
০৪:৫২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
০৪:৫২ পূর্বাহ্ন
সিলেট নগরের কেন্দ্রবিন্দু বন্দরবাজার এলাকায় দৃষ্টিনন্দন ও কমার্শিয়াল হাব নির্মাণের পরিকল্পনা নিয়েছে সিসিক। ১৫শ কোটি টাকা ব্যয়ে ২৫তলা ভিত্তির উপর এটি নির্মাণের জন্য প্রাথমিক প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এই তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের মেয়র।
বাজেট বক্তৃতায় তিনি এ বিষয়টি তুলে ধরে বলেন, ‘স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আমরা সিলেটে বৃহত্তম বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণের পথে একধাপ এগিয়ে গেছি। প্রায় ১৫শ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ২৫তলা বিশিষ্ট এই কমার্শিয়াল হাবের নির্মাণকাজ সম্পন্ন হলে সিলেট মহানগরের ব্যবসা বাণিজ্যে অভ‚তপূর্ব অগ্রগতি সাধিত হবে। বঙ্গবন্ধু মেমোরিয়েল ট্রাস্টের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের প্রাথমিক অনুমোদন প্রদান করায় এই পুণ্যভূমির নাগরিকদের পক্ষ থেকে তাঁকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এই কমপ্লেক্সে বঙ্গবন্ধু স্কয়ার, বঙ্গবন্ধু প্লাজা, হেরিটেজ মার্কেট, কমার্শিয়াল হাব, শেখ রাসেল পার্ক, কনভেনশন সেন্টার, অডিটরিয়াম, ফেয়ার প্লেস সহ নানাবিধ সুবিধা থাকবে বলে তিনি জানান।
এসএইচ/আরসি-০৪