বিয়ানীবাজার প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২১
০৪:৩২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
০৪:৩২ পূর্বাহ্ন
বিয়ানীবাজারে ট্রাক ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাডে ৮ টার দিকে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের শেওলা এলাকায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিয়ানীবাজার পুলিশ। বর্তমানে থমথম পরিস্থিতি বিরাজ করছে। ফের সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।
তাৎক্ষণিকভাবে কি কারণে পরিবহণ শ্রমিকদের দুই পক্ষ সংঘর্ষে কারণ জানা যায়নি। একইসঙ্গে আহতদের নাম-পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। সংঘর্ষের কারণে সড়কে যানচলাচল বন্ধ থাকায় সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ঘটনাস্থলের পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরসি-০৩