নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২১
১২:৩০ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
০৩:৫১ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উন্নয়নের বলি হয়েছিলেন কবি, ছড়াকার, শিক্ষক নেতা আব্দুল বাসিত মোহাম্মদ। নগরের আম্বরখানায় সিসিকের নির্মাণাধীন ড্রেনে পড়ে মারাত্মক আহত বাসিত ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ ডিসেম্বর ভোরে মারা যান। সেই বাসিত মোহাম্মদকে স্মরণ করতে ভুলে গেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সিলেট সিটি করপোরেশনের বাজেট ঘোষণা করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
বাজেট বক্তৃতায় গত এক বছরে মারা যাওয়া বিভিন্ন জনকে স্মরণ করলেও অপরিকল্পিত নগর উন্নয়ন কাজের কারণে অকালে মর্মান্তিক মৃত্যু বরণ করা কবি বাসিত মোহাম্মদকে একবারও স্মরন করেননি তিনি।
এ বিষয়ে প্রশ্ন করলে মেয়র বলেন, ‘ভুল বসত কবি মোহাম্মদ বাসিতের নামটি বাদ পড়েছে।’
বাসিত মোহাম্মদের মৃত্যুর কারণ তদন্ত করে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না বা কবির পরিবারকে কোন আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে মেয়র আরিফ বিষয়টি এড়িয়ে যান।
বাসিত মোহাম্মদের মৃত্যুর পর সিলেটে বিভিন্ন সংগঠন আন্দোলন করে। এসময় নিহত কবির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান সিলেটের সংক্ষুব্ধ নাগরিক।
বিএ-০৯