জৈন্তাপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২১
১১:৩১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২১
১১:৩২ অপরাহ্ন
মো. জামাল আহমদ
সিলেটের জৈন্তাপুরে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলার ঘটনার প্রধান আসামি ট্রাকচালক মো. জামাল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) আদালত আত্মসমর্পণ করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মৃত আশরাফ আলীর জমি জবরদখলের উদ্দেশে তাঁর স্ত্রী ও দুই মেয়ের ওপর ট্রাকচালক মো. জামাল আহমদের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে আহত হন বীর মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রী ও দুই মেয়ে।
বুধবার সকাল সাড়ে ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত ও আমল গ্রহণকারী ৬ নম্বর আদালতে আত্মসমর্পণ করতে গেলে বিজ্ঞ বিচারক অঞ্জন কান্তি দাস ওই ঘটনার মামলার প্রধান আসামি ট্রাকচালক মো. জামাল আহমদকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জৈন্তাপুর উপজেলার ওই বীর মুক্তিযোদ্ধার পরিবার ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জামাল বীর মুক্তিযোদ্ধার পরিবারের জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ নিয়ে পূর্বে একটি মামলায় আদালতে লিখিত দিয়ে তিনি অব্যাহতি পান। মুক্তি পাওয়ার পর পুনরায় ওই বীর মুক্তিযোদ্ধার পরিবারে হামলা চালান তিনি।
হামলাকারী ট্রাকচালক মো. জামাল আহমদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আরকে/আরআর-০৩